বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আওয়ামীলীগ নেতার নির্বাচনী অফিস, তৃণমূলে ক্ষোভ নির্যাতিত অসহায় পরিবারের পাশে- ওসি ওয়াজেদ আলী লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা একজন নিহত, আহত ৭ ঈদগাঁও উপজেলায় টেলিফোনের চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের বিজয় দ্বারপ্রান্তে  ফটিকছড়ি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অপরাধে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে জরিমানা এম ডব্লিউ স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছরের মোসাম্মৎ স্বপ্না স্কুল ছাত্রীকে হত্যা  ঈদগাঁওতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রজাপতির মেহেনূর পাখির ব্যতিক্রমী শো-ডাউন  দিঘলিয়ায় নির্বাচনী মাঠে ব্যতিক্রমী প্রচার-প্রচারণা আকৃষ্ট করল ভোটারদের মাটিরাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে হেডম্যান-কার্বারীদের অবহিতকরণ সভা নরসিংদীর দুই এমপি কারাগারে

গ্রাহকদের টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে  রূপনগর সমাজ কল্যাণ সমিতির কর্ণধার মোহাম্মদ আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

চট্টগ্রাম প্রতিনিধিঃ- বন্দর থানাধীন এলাকায় মাইজ পাড়া শফি ভবন নিচতলায় অবস্থিত রূপনগর সমাজ কল্যাণ সমিতি নামের এই প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ আবদুল্লাহ। ২০২০ সালে এই প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে আমানত, সঞ্চয় ও ঋণদান কর্মসুচী চালুর মাধ্যমে ২০২৩ পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সরজমিনে গিয়ে জানা যায় মোঃ আবদুল্লাহ একুশের কন্ঠ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন, এবং ঐ পত্রিকায় সাংবাদিক শাহানাজ পারভীন ও কাজ করেন। সাংবাদিক শাহানাজ পারভীন বন্দর থানাধীন এলাকায় দীর্ঘদিন একটা মেয়ে নিয়ে বসবাস করছেন,আরো জানা যায় ঐ এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। সমিতির কর্ণধার মোঃ আবদুল্লাহ, তার সহকর্মী সাংবাদিক শাহানাজ পারভীনকে উক্ত সমিতি পরিচালনা করার নিমিত্তে  উক্ত প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ দানের মাধ্যমে কার্যক্রম শুরু করেন করেন এবং বেশ মোটা অংকের টাকা জমা হওয়ার পর গ্রহকের টাকা নিয়ে গা-ঢাকা দেন। এরপর গ্রাহকেরা প্রশাসনের সহযোগিতায় মোহাম্মদ আবদুল্লাহকে খুজে বের করে। তখন আবদুল্লাহ প্রশাসনের নিকট প্রতিমাসে ১০০০টাকা করে পরিশোধ করার মুচলেকা দিয়ে গ্রাহকদের রোষানল থেকে মুক্ত হয়ে কিছুদিন ১০০০টাকা করে পরিশোধ করার পর পুনরায় গা-ঢাকা দেয়। গ্রাহক-আরমান,খতিজা,আদিল, বানু,কোহিনুর, মাহবুবুল আলম, রানা দেব নাথ,পারভীন, আয়শা,ও অফিসের জমিদার  মোঃ শফি আহম্মেদ এই প্রতিনিধকে জানান-কিছুদিন গ্রাহকদের এক হাজার টাকা করে দিয়েছে, কেউ পেয়েছে কেউ পায়নি,এরপর আর কোনো খবর নেই, আমরা টাকা ও পাচ্ছি না,ফোনেও পাচ্ছি না।বাড়ির মালিক আরো বলেন-আমি সমাজে বসবাস করি। এই সমিতির কারণে আমার বাড়ির পরিবেশ নষ্ট হয়ে গেছে, সারাদিন রাত ১০টা পর্যন্ত কাতারে কাতারে মানুষ এসে শাহানাজ কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, এবং আমার গেইট ভাঙার মতো ঘটনাও ঘটিয়েছে,আমি ও আমার স্ত্রী অসুস্থ। আমি আর কতো দেখতে পারি, কল করি  কল রিসিভও করে না এবং কোনো ভাড়া ও দিচ্ছে না, আমি বন্দর থানায় যাই এবং সেকেন্ড অফিসার সাইদুল ইসলাম ও এসআই গফুর স্যারের সাথে কথা বলে তাদের হাতে ফোন করাই এবং তাদের ফোন ও রিসিভ করেনি। পাওনাদারদের কাছে শাহানাজ প্রতিনিয়ত হেনস্তা হচ্ছে। আরমান নামের গ্রাহক বলেন- আপাকে বের করার জন্য একটা গ্রাহক হাত ধরে টানা টানির ঘটনাও ঘটিয়েছে। তারপর অপমান সইতে না পেরে আত্মহত্যা ও করতে গিয়েছিলেন। আমি আবদুল্লাহকে প্রশ্ন করলাম কার জন্য এই মহিলা অপমানিত হচ্ছে আপনার জন্য। ওনার সম্মান বাঁচানোর দায়িত্ব আপনার না? আমাকে বলেন অবশ্যই আমার। আর এখন দেখুন এই মানুষটার ফোন ধরছেনা। শাহানাজ পারভীনকে প্রশ্ন করলাম সবাই চলে গেছে আপনি কেন পালিয়ে যাননি, উত্তরে  শাহানাজ পারভীন বলেন- আমি পালাবো কেন, আমার সাথে কারো কোনো লেনদেন নেই, এবং আমি চোর নয়, আমি একজন বেতনভুক্ত কর্মচারী ছিলাম। আর যদি পালিয়ে যেতাম তখন আবদুল্লাহ  আমাকেই সবার কাছে  চোর সাব্যস্থ করে সব দায় আমার ঘাড়ে চাপাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোন লেখা বা ছবি অনুমতি বিহীন প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি
raytahost-tmnews71